• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের সবচে’ লম্বা স্ট্রবেরি কেক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৭, ২০:২৬

স্ট্রবেরি কেক। তাও আবার বিশ্বের সবচে’ লম্বা। এমন একটি কেক বানিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ফ্রান্স।

দেশটির ২৫তম স্ট্রবেরি কেক উৎসবের আয়োজনে পাঁচ জন পেশাদার পেস্ট্রি শেফ মিলে তৈরি করেছিলেন ১০৫ ফুট লম্বা স্ট্রবেরি কেক।

এতো বড় কেক তৈরিতে ব্যবহার করা হয়েছে ৭২০টি ডিম, ৩০০টি ডিমের কুসুম, ৫৯ পাউন্ড চিনি, ৬৬ পাউন্ড ময়দা এবং ৪৪০ পাউন্ড স্ট্রবেরি।

এরইমধ্যে গিনেস কর্তৃপক্ষ কেকটিকে সব থেকে লম্বা কেকের স্বীকৃতি দিয়েছে।

তবে রেকর্ড করা এ কেকটি দর্শকদের জন্য উন্মুক্ত না করে বিক্রির উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

মূলত একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করতেই কেকটিকে ছোট ছোট টুকরো করে উৎসবে আগতদের মধ্যে বিক্রি করা হয়।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh