• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বন্যায় আন্তর্জাতিক সহায়তা চায় শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৭, ০৮:৩০

শ্রীলঙ্কার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সরকার।

রোববার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১২২ এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও দেড় শতাধিক মানুষ। এছাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহত ৪০ জনকে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘ ও প্রতিবেশী দেশগুলোর কাছে সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালানোর জন্য।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে, বন্যা ও ভূমিধসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। গৃহহীন হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ।

এতে আরো বলা হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আট শতাধিক ঘরবাড়ি। উদ্ধার তৎপরতা চালাতে সাহায্য নেয়া হচ্ছে নৌকা ও হেলিকপ্টারের।

এদিকে শনিবার রাজধানী কলম্বোতে পৌঁছেছে ভারতের চিকিৎসা সহায়তাকারী দল ও ত্রাণবাহী জাহাজ।

গেলো ১৪ বছরের মধ্যে এটিকে শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এর আগে গেলো বছরের মে মাসে শ্রীলঙ্কার কেগালে এলাকায় ভূমিধসে নিহত হয় অন্তত ১২৭ জন।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh