আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:৫৯
সাংবাদিক জামাল খাশোগির এক হত্যাকারী ফ্রান্সে গ্রেপ্তার

সৌদি সাংবাদিক ও দেশটির রাজনীতি ও শাসনব্যবস্থার সমালোচক জামাল খাশোগির তালিকাভুক্ত এক হত্যাকারী ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম খালেদ আয়েদ আল ওতাইবি। ফ্রান্সের চার্লস ডি গল বিমানবন্দর থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খাশোগি হত্যার সঙ্গে এ পর্যন্ত ২৬ জন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আল ওতাইবি তাদের মধ্যে অন্যতম। ৩৩ বছর বয়স্ক আল ওতাইবি সৌদি আরবের সামরিক বাহিনীর এলিট শাখা সৌদি রয়্যাল গার্ডে কর্মরত ছিলেন। খাসোগি হত্যার পরপরই ফেরারি হয়ে গিয়েছিলেন তিনি।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, আপাতত ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন তিনি। যথাসময়ে তাকে আদালতে তোলা হবে।
এসএস/এসকে
মন্তব্য করুন