• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেলজিয়ামে ফের আন্দোলনে টিকাবিরোধীরা, ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩
বেলজিয়ামে ফের আন্দোলনে টিকাবিরোধীরা, ব্যাপক সংঘর্ষ
ছবি সংগৃহিত

বেলজিয়ামে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় কঠোর বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ফের আন্দোলনে নেমেছে টিকাবিরোধীরা। এতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির রাজধানী ব্রাসেলসে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, অন্তত ৮ হাজার বিক্ষোভকারী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় তারা ‘ফ্রিডম’ বলে চিৎকার করতে থাকেন। পুলিশ বাধা দিতে গেলে তারা পাথর নিক্ষেপ করেন। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ।

উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকেও ব্রাসেলসে বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়ায়। ওই ঘটনার পর বহু মানুষকে আটকও করে দেশটির পুলিশ। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

আরএ/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
X
Fresh