• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভুলবশত নিরাপত্তা বাহিনীর গুলি, ভারতের একটি গ্রামের ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ১১:৪৭
ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলি, ভারতে ১২ গ্রামবাসী নিহত
ছবি সংগৃহিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে ‘ভুল করে’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারতের একটি গ্রামের অন্তত ১২ জন নিহত হয়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) রাজ্যের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযানের সময় নিরাপত্তাবাহিনী গুলি চালালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে। ওটিং গ্রামটি মিয়ানমার সীমান্তে অবস্থিত।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‌‘ভুল করে’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামের লোকজন মারা যেতে থাকলে উত্তেজনা বাড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের দাবি, ‘আত্মরক্ষার’ জন্য তাদের গুলি চালাতে হয়েছে।

এদিকে এ ঘটনায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও টুইটারে দুঃখপ্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শোক প্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সূত্র: আনন্দবাজার

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh