• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত, ভয়ে পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২১, ২১:০৭
ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত, ভয়ে পালাচ্ছে মানুষ
ছবি সংগৃহিত

ইন্দোনেশিয়া জাভা দ্বীপে ফের অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা ভয়ে পালাতে থাকেন।

স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে আগ্নেয়গিরিতে এই অগ্নুৎপাতের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির ছাইয়ের ফলে স্থানীয় দুটি জেলা থেকে সূর্য দেখা যাচ্ছে না। ইতোমধ্যে ছাইয়ের মেঘ ১৫ হাজার মিটার উপরে ওঠার বিষয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থা বিএনপিবি জানিয়েছে, গ্রামের বাসিন্দাদের সরিয়ে আনতে তারা তাবু স্থাপন করেছেন। কিন্তু ভারী ধোঁয়ার কারণে সরিয়ে আনার কাজ ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত জানুয়ারিতে সুমেরু আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছিল। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
X
Fresh