• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওমিক্রন পাওয়া গেছে ২৪ দেশে, প্রথম শনাক্তের দাবি নাইজেরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫
ওমিক্রন, পাওয়া, গেছে, ২৪, দেশে, প্রথম, শনাক্তের, দাবি, নাইজেরিয়ার,
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইতোমধ্যে বিশ্বের ২৪টি দেশে পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ধরনটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে বলা হলেও নাইজেরিয়া বলছে অক্টোবরে তারা প্রথমবার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে।

বুধবার (১ ডিসেম্বর) নাইজেরিয়া জানায়, গত অক্টোবরে নাইজেরিয়ায় আসা তিন দর্শনার্থীর নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে তারা। তাদের এ দাবি সত্যি হলে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই বিশ্বের অন্যান্য দেশেও এর উপস্থিতি ছিল।

নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) এক বিবৃতিতে এ দাবি করা হয়। তবে এই দর্শনার্থীদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটি। খবর রয়টার্সের।

এদিকে, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে অন্তত ৭০টি দেশ দক্ষিণ আফ্রিকা ও এর আশেপাশের কয়েকটি দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ইতোমধ্যে ওমিক্রন পৌঁছে গেছে বিশ্বের ২৪ দেশে।

দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, ইতালি, চেক প্রজাতন্ত্র, হংকং, অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, জাপান, নাইজেরিয়া, নরওয়ে, সৌদি আরব, স্পেন ও সুইডেন।

গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানায়। এছাড়া করোনাভাইরাসের নতুন এই ধরনটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংস্থাটি।

সূত্র: ব্লুমবার্গ, ওয়াশিংটন পোস্ট, রয়াটার্স, এএফপি

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh