• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টিকা নিয়েও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আট সন্তানের জনক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১০:৪৯
টিকা নিয়েও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আট সন্তানের জনক
ছবি: সংগৃহীত

প্রথম ডোজ টিকা নিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন বৃটেনের নাগরিক জেমস গ্রেসন (৪১)। কিন্তু তার আগেই করোনা সংক্রমণে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আট সন্তানের এই জনক। গেল অক্টোবরে তিনি আক্রান্ত হন। বর্তমানে তিনি কোমায় আছেন।

গ্রেসনের স্ত্রী বেকি (৪০) জানিয়েছেন, আস্তে আস্তে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পুরো পরিবারের হৃদয় ভেঙে যাচ্ছে।

তার মেয়ে ইবোনি (২১) বলেছেন, আমাদের হৃদয় ক্ষতবিক্ষত। কথা বলার ভাষা নেই। বাবা সুস্থ মানুষ ছিলেন। সবসময় জিমে যেতেন। এমন কিছু ঘটবে তা কল্পনাও করিনি আমরা।

জানা গেছে, রাজমিস্ত্রি এবং জানালা স্থাপনের কাজ করতেন গ্রেসন। তার কোনো অসুস্থতা ছিল না। তার ফুসফুস এখন ঠিকমতো কাজ করছে না। আছে নিউমোনিয়া, বুকে সংক্রমণ। গেল ২৯ অক্টোবর তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এখনো চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন।

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
বান্দরবানে চলছে ভার্টিকাল ড্রিমার ম্যারাথন দৌড়
করোনার কিছু টিকায় সমস্যা বেড়েছে : গবেষণা
‘করোনার টিকা নিলেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে’
X
Fresh