• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্ষমতা দখলের পর প্রথম ভাষণে যা বললেন আফগান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১৪:১৯
ক্ষমতা দখলের পর প্রথম ভাষণে যা বললেন আফগান প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।
শনিবার (২৭ নভেম্বর) এক অডিও ভাষণে তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তালেবান হস্তক্ষেপ করবে না।
এ সময় আফগানিস্তানকে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেন, আমরা সব দেশকে নিশ্চিত করতে চাই যে, আমরা কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং সবার সঙ্গেই আমরা ভালো সম্পর্ক চাই।
তিনি বলেন, তালেবান সরকার জনগণের ‘রিজিকের’ সংস্থান করছে না বরং রিজিক আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নিচ্ছেন।
তিনি আরও বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেছে; কাজেই জনগণের উচিত তালেবান সরকারের প্রতি সমর্থন ঘোষণা করা।
উল্লেখ্য, ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরেই আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। এর এক মাস পর সরকার গঠন করে তারা। সূত্র: আরব নিউজ, বার্তাসংস্থা এএফপি
আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh