• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘ওমিক্রন’ মোকাবিলায় যুক্তরাজ্যে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১১:১১
‘ওমিক্রন’ মোকাবিলায় যুক্তরাজ্যে কড়াকড়ি
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর দেশটির ওপর সবার আগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য। এবার যুক্তরাজ্যেই ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি মোকাবিলায় নানা কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার।
স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে বেশ কিছু বিধিনিষেধ জারি করেন।
বিধিনিষেধের মধ্যে রয়েছে, গণপরিবহন ও দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা। টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেও যুক্তরাজ্যে প্রবেশের সময় করোনা শনাক্তে করা হবে পিসিআর টেস্ট। পাশাপাশি কারও শরীরে নতুন ধরন মিললে তাকে অন্যদের থেকে আলাদা থাকতে হবে।
বরিস জনসন বলেন, জারি করতে যাওয়া বিধিনিষেধগুলো সাময়িক এবং সতর্কতামূলক। বিধিনিষেধগুলো ২১ দিনের মধ্যে আবার পর্যালোচনা করা হবে। এ সময়ের মধ্যে টিকার ‘কার্যকারিতা’ নিয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
X
Fresh