• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনার নতুন ধরন শনাক্ত দক্ষিণ আফ্রিকায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ২২:২২
করোনার, নতুন, ধরন, শনাক্ত, দক্ষিণ, আফ্রিকায়,  
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ‘বি.১.১.৫২৯’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। সম্প্রতি দ. আফ্রিকায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পেছেনে এ ধরনটি ভূমিকা রেখেছে বলে ধারণা করছেন তারা।

বিজ্ঞানীরা বলছেন, ইতোমধ্যে করোনার নতুন এই ধরনটি বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। তবে এর প্রভাব সম্পর্কে জানতে চেষ্টা করছেন তারা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের একটি দল।

সংবাদ সম্মেলনে দেশটির ভাইরোলজিস্ট তুলিও দে ওলিভেইরা বলেছেন, দুর্ভাগ্যজনক আমরা করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত করেছি, যা দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের কারণ।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) বিবৃতিতে জানায়, জিনোম সিকোয়েন্সিংয়ে ২২ জনের দেহে কোভিড-১৯ এর নতুন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা নতুন ধরন এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে, তা বোঝার জন্য বিদ্যমান সব নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

গত বছর দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ‘উদ্বেগজনক’ চারটি ভ্যারিয়েন্টের একটি হলো বেটা।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম
ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মাংসের দাম
রোজায় পান করবেন যে ধরনের শরবত ও পানীয়
২১ বছর নানান ধরনের খেলা চলেছে : প্রধানমন্ত্রী
X
Fresh