Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

রাশিয়ায়, কয়লা, খনি, দুর্ঘটনায়, ১১, শ্রমিক, নিহত,
ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া খনির গভীরে আটকে পড়া আরও ডজনখানেক শ্রমিককে উদ্ধারের অভিযান চালান হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) খুজবাস এলাকার বেলোভোর লিস্টভিয়াজনায়া খনিতে এ ঘটনা ঘটে।

দেশটির বার্তা সংস্থা আরটি নিউজ জানায়, রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, ধোঁয়ার কারণে উদ্ধার অভিযানে বাধাগ্রস্ত হচ্ছে।

খবরে আরও বলা হয়েছে, সে সময় খনিতে ২৮৫ জন কাজ করছিল। সেখান থেকে অন্তত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।

আঞ্চলিক গভর্নর সেরজেই সিভিলভ জানান, আহত ৪৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে ১৯টি সামরিক খনি উদ্ধার স্কোয়াড অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS