• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শান্তি মিশনে নিহত ৩ বাংলাদেশিকে জাতিসংঘের সম্মাননা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ মে ২০১৭, ১৩:২৬

জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত অবস্থায় নিহত তিন বাংলাদেশিসহ ১১৭ জন শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’ সম্মাননা দিলো জাতিসংঘ।

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেজ ৪৩ দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেন।

২০১৬ সালের ১৩ অক্টোবর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা অবস্থায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আবুল বাসার।

ওই মিশনেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোতাহের হোসেন ও মো. সামিদুল ইসলাম নিহত হন ২০১৬ সালের ১৫ মে।

বাংলাদেশের পক্ষ থেকে তাদের সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

এসময় বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদসহ জাতিসংঘে কর্মরত বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস অনুষ্ঠানের শুরুতেই মহাসচিব গুতেরেজ কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী সামরিক ও বেসামরিক শান্তিরক্ষীদের আত্মার শান্তি কামনায় জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনে পিসকিপিং মেমোরিয়াল সাইটে পুষ্পস্তবক অর্পণ করেন।

তিনি বলেন, আজ যাদের আমরা সম্মান জানালাম, তারা পৃথিবীর সবচেয়ে দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে রক্ষার জন্য, সংঘাত থেকে শান্তিতে উত্তরণের মতো কঠিন কাজে সহযোগিতা করতে গিয়ে জীবন দিয়েছেন।

১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের ১৩৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh