Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২, ৬ মাঘ ১৪২৮
discover

বুলগেরিয়ায় বাসে অগ্নিকাণ্ডে নিহত ৪৫

বুলগেরিয়ার বাসে আগুন লেগে নিহত ৪৫
ছবি : সংগৃহীত

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ জানিয়েছেন, বাসটি দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই ট্যুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। মৃতদের মধ্যে অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেভতলান স্তোয়েভ। ভুক্তভোগীদের সহযোগিতা দিতে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: রয়টার্স, বিবিসি

আরএ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS