• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১০:৩২
করোনা আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স (৫৬)।

স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, জ্যঁ ক্যাসটেক্স করোনা টিকার দুই ডোজই সম্পন্ন করেছেন। কিন্তু এরপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে থেকেই দায়িত্বপালন করবেন ফরাসি প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি বেলজিয়াম সফরে যান জ্যঁ ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর তিনি করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন।

এর আগে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন। সূত্র: রয়টার্স

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
X
Fresh