• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মর্গের ফ্রিজে ৭ ঘণ্টা থাকার পর বেঁচে উঠল যুবক 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২১:১৫
মর্গের, ফ্রিজে, ৭, ঘণ্টা, থাকার, পর, বেঁচে, উঠল, যুবক,  
ফাইল ছবি

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সুরেশকুমার (৪০) নামে এক যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাকে হাসপাতালের মর্গের ফ্রিজে রাখা হয়। কিন্তু সাত ঘণ্টা ফ্রিজে থাকার পর সেই দেহেই প্রাণ ফিরেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎমিস্ত্রি সুরেশ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর)। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজে রাখা হয়। সুরেশের পরিবারকে ডেকে মরদেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।

ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গেছে। এরমধ্যেই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে তারা চিকিৎসককে দেহটি ভালোভাবে পরীক্ষা করার দাবি জানান। চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর ফের হাসপাতালে সুরেশকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

পরিবার জানায়, চিকিৎসা চলছে সুরেশের। তার জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন সঙ্কট কেটে গেছে।

সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
X
Fresh