• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সড়কে টাকার বৃষ্টি, কুড়ালেন স্থানীয়রা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি ঢাকা

  ২১ নভেম্বর ২০২১, ২১:১০
সড়কে, টাকার, বৃষ্টি, কুড়ালেন, স্থানীয়রা, ভিডিও,
ভিডিও'র স্ক্রিনশট

সড়ক জুড়ে টাকার বৃষ্টি। যতদূর চোখ যায়, সারি সারি টাকা পড়ে রয়েছে রাস্তায়! আর সেই টাকা কুড়াতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে সান ডিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স করপোরেশনে এই অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই কোনোভাবে ট্রাকটির একটি দরজা খোলা থেকে গিয়েছিল। তার ফলে ছড়িয়ে পড়ে হাজার হাজার নোট। মূলত ১ এবং ২০ ডলারের নোটই রাস্তায় পড়ে যায় বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল অফিসার মার্টিন বলেন, ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগ ফেটেই রাস্তায় ছড়িয়ে পড়ে নোট।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নোট কুড়িয়েছেন, তাদের তা ফেরত দিতে হবে। না হলে চুরির দায়ে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। প্রমাণ হিসেবে ভাইরাল হওয়া ভিডিওটিকে ব্যবহার করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। যতটা সম্ভব ডলার কুড়িয়ে ট্রাকে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, সংবাদ প্রতিদিন

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
X
Fresh