• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদির ৫ শহরে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ০৯:৫৬
সৌদির ৫ শহরে হামলার দাবি হুথিদের
ছবি : সংগৃহীত

সৌদি আরবের পাঁচটি শহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) এসব শহরে ১৪টি ড্রোন হামলা চালায় তারা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আমরা জেদ্দার অ্যারামকোর তেল শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছি।

সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনে তাদের আধিপত্য ও অপরাধ ঠেকাতে এ হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনার পর ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ১৩টি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেয়। এরপর বিদ্রোহীদের দমনে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের এই অভিযানে হাজার হাজার হুথি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিদ্রোহীরাও প্রায় সময় সৌদির বিভিন্ন অঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করে আসছে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh