• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাসপোর্ট সেবা পর্যবেক্ষণে হাইকমিশনারের পেনাং রাজ্য সফর

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২১, ২০:০৪
পাসপোর্ট সেবা পর্যবেক্ষণে হাইকমিশনারের পেনাং রাজ্য সফর

করোনা মহামারির মধ্যেও থেমে থাকেনি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবার কার্যক্রম। দেরিতে পাসপোর্ট পাওয়ার অভিযোগ থাকলেও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করায় উপকৃত হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এবার পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের এ কার্যক্রম সরাসরি দেখতে পেনাং রাজ্য সফর করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

বুধবার (১০ নভেম্বর) পেনাং রাজ্যের জর্জটাউনে পোস মালয়েশিয়ার স্টেট জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। এ সময় করোনার প্রাদুর্ভাবের সময় লকডাউনে কিছু সমস্যা হলেও বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফুর্তভাবে পোস লাজু থেকে পাসপোর্ট গ্রহণ করছেন বলে মন্তব্য করেন পোস লাজুর স্টেট ম্যানেজার।

হাইকমিশনার সরেজমিনে প্রবাসী বাংলাদেশিদের মাঝে পাসপোর্ট বিতরণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাপ্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে প্রবাসীদের দোরগোড়ায় পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ার বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে হাইকমিশন কাজ করছে বলেও মন্তব্য করেন, গোলাম সারোয়ার।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্য সচিব রাজিবুল আহসান, পেনাং এ বাংলাদেশের অনারারি কনসাল দাতো শেখ ইসমাইল, পেনাং এ পোস মালয়েশিয়ার স্টেট চ্যানেল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
X
Fresh