• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমান ক্রুকে আক্রমণ, দরজা খোলার চেষ্টা যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৭, ১৪:১৬

এয়ার কানাডার একটি ফ্লাইটে আমেরিকার জ্যামাইকা থেকে টরন্টো যাবার পথে এক যাত্রী কফি পট নিয়ে বিমানের ক্রুকে আক্রমণ করে কেবিনের দরজা খোলার চেষ্টা করার পর বিমানটির গতিপথ ঘুরিয়ে অরলান্ডোতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়, ব্রান্ডন মাইকেল কৌনারী নামের এক যাত্রী ক্রু’র ওপর আক্রমণ করেন। পরবর্তীতে অন্য ক্রু এবং যাত্রীরা জিপ টাই ব্যবহার করে তাকে থামান।

অরলান্ডো ভিত্তিক টেলিভিশন চ্যানেল ডব্লিউএফটিভি জানিয়েছে, এ ঘটনার পর সোমবার এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ব্রান্ডনের দিকে অন্য যাত্রীরা তাকানোর কারণে ক্ষেপে যান তিনি। যাত্রীরা অভিযোগ করেন, এরপর তিনি একটি কফি পট নিয়ে ক্রু’দের দিকে ছুড়ে মারেন। তিনি বিমানের পেছনের দরজা খোলার জন্য লিভারও টেনেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

একাধিক অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে ব্রান্ডনকে গ্রেপ্তার করা হয়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh