• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৈদেশিক মুদ্রা নিষিদ্ধ করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২১, ১৭:৫৬
তালেবান বৈদেশিক মুদ্রা নিষিদ্ধ করল আফগানিস্তানে
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। এই নিষেধাজ্ঞায় ধুঁকতে থাকা দেশটির অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করা হচ্ছে। আফগান মুদ্রার ব্যবহার বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার।বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে তালেবান জানায়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থে সব ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই আফগান নাগরিকদের আফগান মুদ্রা ব্যবহার করা উচিত। তালেবান ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এমনিতেই দেশটির অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছেন, সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এখন থেকে আফগান মুদ্রায় লেনদেন পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৪ এপ্রিল)
X
Fresh