• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২১, ১০:৩১
নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত কাশ্মীরে নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনাসদস্য আহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখার নওশেরা-সুন্দরবানি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণের পর হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মাটিতে সারি করে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই ওইসব ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। কিন্তু তল্লাশি অভিযানের সময় শনিবার সেই ল্যান্ডমাইনের একটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় আরেক বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে শনিবার নিহত ভারতীয় সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট ঋষি কুমার এবং অন্যজন সেনাসদস্য মনজিৎ সিং।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh