• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মনিবের মৃত্যু, ২০ কি.মি পথ পাড়ি দিয়ে শ্রদ্ধা জানাতে আসলো হাতি (ভিডিও)

এ আর বাদল

  ২৬ অক্টোবর ২০২১, ২২:৫৭
মনিবের মৃত্যু, ২০ কি.মি পথ পাড়ি দিয়ে শ্রদ্ধা জানাতে আসলো হাতি

মনিবের মৃত্যু হয়েছে। জানতে পেরে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছে হাতি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের কেরালার কোট্টায়াম নামক গ্রামে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মৃত কুন্নক্কড় দামোদরন নায়ার নামে ব্যক্তিটিই এই হাতিকে ছোট থেকেই লালন-পালন করেছিলেন। তাই নিজের ভাষায় শুঁড় দিয়ে মনিবকে শেষ শ্রদ্ধা জানায় হাতিটি। এমনটি দেখে কান্নার রোল পড়ে যায় ঘটনাস্থলে।

হাতিকে বলা হয় বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সেরা। হাতি যেমন সহজে পোষ মানে তেমনি উপকারীও। মানুষের বিপদে যেমন সহজে এগিয়ে আসে তেমন হাতির কাছ শেখারও আছে অনেক কিছু। হাতির ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফেঁসে যাওয়া এক মিনি পিকআপভ্যান ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়ার চেষ্টা করছে।

আবার আরেক ভিডিওতে দেখা যায়, মানুষের ফেলে দেয়া পড়ে থাকা ময়লা তুলে ঝুড়িতে রাখছে হাতি।

পানির পিপাসা মেটাতে এক হাতির বাচ্চাকে দেখা যায় কারো সহযোগিতা ছাড়াই নিজেই কল চেপে পানি পান করছে।

এ সবকে ছাপিয়ে এবার হাতি আলোচনায় এসেছে অন্য কারণে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির মরদেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় বারান্দায় শুইয়ে রাখা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী সাদা পোশাকে পাশে দাঁড়ানো এক শিশু আর মধ্য বয়সী এক ব্যক্তি। নীরব হয়ে লাশের পাশে দাঁড়িয়ে সবাই যেন কারো অপেক্ষা করছেন।

এমন সময় দেখা যায়, ধীর পায়ে সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহটির দিকে এগিয়ে আসে একটি হাতি। মনিব মৃত কুন্নক্কড় দামোদরন নায়ারের প্রতি হাতিটির শ্রদ্ধা দেখে কান্না করতে থাকেন সবাই।

পাশে থাকা ব্যক্তিটি হাতিটিকে ধরে কাঁদতে দেখা যায়, হাতিটি হয়তো মনিবের এমন বিদায় চায়নি; তাই সেও শোকে অঝোর ধারায় কেঁদেছে নিজের মতো করে।

শুঁড় উঁচিয়ে মৃতদেহ টিকে শ্রদ্ধা জানিয়ে ধীর পায়ে ভাঙা হৃদয় নিয়ে ফিরে যায় হাতিটি।

তবে হাতিটি কোথা থেকে এবং কীভাবে তাঁর মনিবের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে তা জানা যায়নি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
হাতিরঝিলে ভাসছিল এক ব্যক্তির মরদেহ
হাতিরঝিলে ভাসমান সেই মরদেহের পরিচয় পাওয়া গেছে
X
Fresh