• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সঙ্গে সুসম্পর্ক চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ১২:০৭
ভারতের সঙ্গে সুসম্পর্ক চান ইমরান খান
ভারতের সঙ্গে সুসম্পর্ক চান ইমরান খান (ফাইল ছবি)

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২৫ অক্টোবর) রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘এটি কেবলই মানবাধিকার এবং কাশ্মীরের জনগণের অধিকারের ব্যাপার, ৭২ বছর আগে যার নিশ্চয়তা দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাদের সেই অধিকার দেওয়া হলে আমাদের আর কোনো সমস্যা নেই। তখন দুই দেশ সভ্য প্রতিবেশী হিসেবে থাকতে পারবে।’

ওই অনুষ্ঠানের একদিন আগেই বিশ্বকাপ মঞ্চে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করার সময় ইমরান খানের বক্তব্যে উঠে এসেছে সেই কথাও।

ইমরান খান বলেন, ‘আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। যদি কোনোভাবে ভারতের সঙ্গেও আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটত, তবে রোববার পাকিস্তান যেভাবে তাদের হারিয়েছে, পারস্পরিক আলোচনার জন্য এটি মোটেও ভালো সময় নয়।

তিনি আরও বলেন, ‘ভারত পাকিস্তানের ভেতর দিয়ে এশিয়ার কেন্দ্রে প্রবেশাধিকার পেতে পারে, এর ফলে নয়াদিল্লির অর্জন হবে দুটি বিশাল বাজারে প্রবেশাধিকার।’

উল্লেখ্য, ২০১৬ সালে পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলাসহ পরবর্তী হামলার ঘটনাগুলো ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করে। সূত্র : হিন্দুস্তান টাইমস
ডব্লিউএস/পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh