• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ খোলা নিয়ে যা বললেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ১৭:৪৯
পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ খোলা নিয়ে যা বললেন মমতা
ফাইল ছবি

অবশেষে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ খোলা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৫ অক্টোবর) শিলিগুড়িতে প্রশাসনিক এক বৈঠকে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার ঘোষণা দেন মমতা।

তিনি বলেন, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে স্কুল এবং কলেজ খুলে দেওয়া হবে। তবে তার আগে প্রস্তুতির জন্য সময় দিতে হবে।

তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে যাতে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। তার পরেই স্কুল শুরু হবে।

উল্লেখ্য, গত বছর ১৬ মার্চ থেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণ করা হয়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
X
Fresh