• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইকুয়েডরে কারাগারে মিলল ৭ কয়েদির লাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৫:২২
ইকুয়েডরে কারাগারে মিলল ৭ কয়েদির লাশ

ইকুয়েডরের উপকূলীয় শহর গুয়াইয়াকিলের লিতোরাল পেনিতেনশিয়ারি কারাগার থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই)। খবর রয়টার্সের।

এসএনএআই জানিয়েছে, গত মাসে ওই কারাগারে দাঙ্গায় ১১৯ জনের মৃত্যু ঘটে। সেই দাঙ্গায় কারাগারের আরও অনেক বন্দি আহত হন। সেখানেই এবার মিলল সাতজন কয়েদির মরদেহ।
এসএনএআই কর্তৃপক্ষ ঘটনাটি টুইট করে জানিয়েছে। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

কিছুদিন আগেই সেই কারাগার থেকে চার কারাবন্দির মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়। তবে ওই ঘটনার সঠিক কারণও জানা যায়নি। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।

গত মাসের দাঙ্গার পরপরই কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো। দেশটির কারাগারগুলোতে সংঘর্ষ থামাতে মোতায়েন করা হয় সেনাবাহিনীও।

কারা কর্তৃপক্ষ বলছে, কারাবন্দিদের অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে। মূলত, মাদক পাচারের রুট নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব হয়।

ডব্লিউএস/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh