• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মঞ্চে উঠে গভর্নরের গালে চড়!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৩:৫৯
মঞ্চে উঠে গভর্নরের গালে চড়!
ছবি: সংগৃহীত

জমকালো অনুষ্ঠানে মঞ্চে বসে বক্তব্য দিচ্ছিলেন গভর্নর। হঠাৎ মঞ্চে উঠে আসেন এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই গভর্নরের গালে বসিয়ে দেন চড়। ঘটনাটি ইরানের উত্তর–পূর্বাঞ্চলের তাবরিজ শহরের। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লাঞ্ছিত জেইনোল আবেদিন খোররাম সম্প্রতিই পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। ঘটনার দিন তাবরিজে ইমাম খোমেনি মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন খোররাম। তখনই এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি।

ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স অনলাইন। ভিডিওতে দেখা গেছে, ধীরে ধীরে বক্তৃতারত খোররামের কাছে যাচ্ছেন এক ব্যক্তি। কাছে গিয়েই মুখে চড় মারেন ওই ব্যক্তি। এরপর ধাক্কাধাক্কি করেন খোররামের সঙ্গে। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে মঞ্চ থেকে নামান।

নিরাপত্তা কড়াকড়ির মাঝে এমন ঘটনা ইরানে খুব একটা দেখা যায় না। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। এ ছাড়া ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একাধিক প্রতিনিধি ও রাষ্ট্রের অন্য কর্মকর্তারাও।

ইরানের আরেক আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গভর্নরকে চড় মারা ওই ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য।

এদিকে রাষ্ট্রায়ত্ত টিভি আরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে প্রাদেশিক গভর্নর খোররাম জানিয়েছেন, চড় মারা ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনেন না তিনি।

গভর্নর খোররামের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়ার পর ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, করোনার টিকা দিতে গেলে ওই ব্যক্তির স্ত্রীকে নারীর পরিবর্তে একজন পুরুষ টিকা দিয়েছেন। বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে তিনি গভর্নরকে চড় মেরেছেন।

ডব্লিউএস/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলফ কার্টে চড়ে ওমরাহ করার সুযোগ
সেনবাগে ব্রাইট টিউটোরিাল হোমের বার্ষিক ক্রীড়া ও চড়ুইভাতি অনুষ্ঠিত
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২ অটোরিকশা
‘বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই পুলিশের ওপর চড়াও হয়েছে গণতন্ত্র মঞ্চ’
X
Fresh