• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারত-পাকিস্তান ম্যাচ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে : রামদেব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৩:৪২
ভারত-পাকিস্তান ম্যাচ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে: রামদেব
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। তিনি বলেছেন, ক্রিকেট ও সন্ত্রাসের খেলা একই সঙ্গে খেলা যায় না। শনিবার (২৩ অক্টোবর) ভারতের আলোচিত যোগগুরু রামদেব এ মন্তব্য করেন।

নাগপুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে বলিউডের মাদককাণ্ড নিয়েও কথা বলেন রামদেব।

ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জানতে চাইলে রামদেব বলেন, ‘আমি মনে করি, এমন পরিস্থিতিতে এই ক্রিকেট ম্যাচ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে, একইসঙ্গে তা জাতীয় স্বার্থেরও বিরোধী। ক্রিকেট ও সন্ত্রাসের খেলা একইসঙ্গে খেলা যায় না।’

এ ছাড়া বলিউডের মাদককাণ্ড নিয়ে রামদেব বলেন, ‘বলিউডে মাদকাসক্তি ভারতের তরুণ প্রজন্মের জন্য খুবই বিপজ্জনক একটি বিষয়।’

উল্লেখ্য, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। যে কারণে দুই দেশের দেখা হয় কেবল আইসিসির টুর্নামেন্টেই। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের আজকের ম্যাচ ঘিরে তাই তো ভক্ত-সমর্থকদের উত্তেজনার শেষ নেই। সূত্র: এনডিটিভি

ডব্লিউএস/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
X
Fresh