• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ১০০ কোটি করোনার টিকাদানের মাইলফলক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৯:৫৮
ভারতে, ১০০, কোটি, করোনার, টিকাদানের, মাইলফলক,
ফাইল ছবি

ভারতে করোনার টিকাদানে মাইলফলক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ১০০ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে দেশটিতে। এ সাফল্য অর্জনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, ‘ভারত ইতিহাস সৃষ্টি করল। আমরা ভারতের বিজ্ঞান, কর্মপ্রচেষ্টা ও উদ্যম এবং ১৩০ কোটি ভারতীয়ের প্রাণবন্ত সম্মিলিত প্রচেষ্টার সাক্ষী।’

কোভিড-১৯ টিকাদান ১০০ কোটি অতিক্রম করায় তিনি ভারতকে অভিনন্দন জানান এবং চিকিৎসক, নার্স ও এই অসামান্য অর্জনে অংশগ্রহণকারী সর্বস্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার মাত্র ৯ মাসের মধ্যে এই মাইলফলক সৃষ্টি হলো।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
X
Fresh