• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের তালেবানের মুখোমুখি হচ্ছে ভারত, মধ্যস্থতায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ২৩:৪৮
ফের তালেবানের মুখোমুখি হচ্ছে ভারত, মধ্যস্থতায় রাশিয়া
ফাইল ছবি

চলতি বছরের গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর ওই মাসেরই শেষ সপ্তাহে কাতারের দোহায় প্রথমবার তালেবান-ভারত মুখোমুখি হয়। এরপর মস্কোয় আজ বুধবার (২০ অক্টোবর) দ্বিতীয়বার তালেবানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। তবে এবারই ভারত-তালিবান আলোচনায় মধ্যস্থতা করবে রাশিয়া। দু’পক্ষকেই ওই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া।

আনন্দবাজার পত্রিকার তথ্য মতে, বৈঠকে আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা, আফগানিস্তান থেকে অন্য দেশে সন্ত্রাস ছড়ানোর আশংকা, এমনকি আফগানিস্তানের নতুন সরকারকে দেশ শাসনে সাহায্য করা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সভাপতিত্বে ওই বৈঠকে ভারত এবং তালেবান ছাড়াও আরও ৯টি দেশের প্রতিনিধি থাকবেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকেই হয়তো ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে নতুন আফগান শাসকদের কূটনৈতিক সম্পর্কের শিথিলতা কাটবে।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh