• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নদীগর্ভে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২১, ১৪:৪১
নদীগর্ভে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের কেরালার বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই বন্যাকবলিত কেরালার কোট্টায়াম জেলার এক ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে। পানির তোড়ে মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে যায় আস্ত একটি দোতলা বাড়ি।

শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সুদূর দক্ষিণের রাজ্যটি। প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরালায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু।

সংবাদ সংস্থা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, জলের তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা আস্ত একটি দোতলা বাড়ি মুহূর্তে ধসে গিয়ে বিলীন হয়েছে নদীতে। তবে ওই সময় বাড়িটিকে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রোববার থেকে কেরালায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে পরিমাণ কমলেও দেশটির আবহাওয়া দপ্তর বলছে, সোমবার ও মঙ্গলবারও বৃষ্টি হবে রাজ্যের কয়েকটি জেলায়। কিন্তু তীব্রতা কম থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাত পর্যন্ত কোট্টায়ামে ১৩ জন, ইদুক্কিতে ৯ জন এবং আলাপুঝায় চারজনের প্রাণ গেছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যের পাঁচ জেলায়। সূত্র: আনন্দবাজার।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলল ভারত
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী
X
Fresh