Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮

মুসলিম প্রেমিককে বিয়ে করলেন বিল গেটসকন্যা

মুসলিম, প্রেমিককে, বিয়ে, করলেন, বিল, গেটসকন্যা,
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের মুসলিম প্রেমিক নায়েল নাসেরের সঙ্গে বিয়ে করেছেন শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ১২৪ একরের একটি ঘোড়ার খামারে স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় রাজকীয় এই বিয়ে। বিয়েতে দুই মিলিয়ন ডলার খরচ করেন জেনিফার।

বিয়েতে উপস্থিত ছিলেন বিল, মেলিন্ডা, তাদের অন্য দুই সন্তান ররি (২২) ও ফোবি (১৯)। মেয়ের বিয়েতে বিচ্ছেদের পর প্রথমবার প্রকাশ্যে মুখোমুখি হলেন বিল ও মেলিন্ডা।

জেনিফারের বর নাসের ৩০ বছর বয়সী। তিনি একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। তার শৈশব কেটেছে কুয়েতে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার ও নাসেরের পরিচয় হয়। ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ ছিল দুজনের। এরপর ধীরে ধীরে কাছে আসা, মন আদান প্রদান। ২০২০ সালের জানুয়ারিতে তারা আংটি বদল করেছিলেন। অবশেষ সেই প্রেম রূপ নিল পরিণয়ে।

ঘোড়দৌড়বিদ নাসেরের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ব্যবসাও রয়েছে। সেখানেই সংসার শুরু করার কথা এই নবদম্পতির।

সূত্র: নিউজবাইটস

এনএইচ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS