• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাইতিতে অপহৃত ১৭ মার্কিন ধর্মপ্রচারক ও পরিবারের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ২০:২৫
হাইতিতে, অপহৃত, ১৭, মার্কিন, ধর্মপ্রচারক, ও, পরিবারের, সদস্য,
ফাইল ছবি

ক্যারিবীয় দেশ হাইতিতে পরিবারের সদস্যসহ ১৭ মার্কিন খ্রিস্ট ধর্মপ্রচারককে অপহরণ করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, অনাথ আশ্রমের দায়িত্ব ছেড়ে দেশে ফিরছিলেন ১৭ মার্কিন নাগরিক। তারা খ্রিষ্ট ধর্ম প্রচার করতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশটিতে গিয়েছিলেন। তাদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু রয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরগামী বাসে ছিলেন তারা। সেখান থেকেই তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় সশস্র সন্ত্রাসীরা এই কাণ্ড ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত মুক্তিপণ চাওয়া হয়নি।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেনিফার ভিয়াও জানিয়েছেন, অপহরণের এই ঘটনা পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

যদিও হাইতির মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ঘটনা সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, যা মিলল
X
Fresh