• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রবল বৃষ্টিতে ভেসে গেল বাস-গাড়ি, নিহত ৬ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১০:৫০
প্রবল বৃষ্টিতে ভেসে গেল বাস-গাড়ি, নিহত ৬

ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ছয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) হঠাৎ সৃষ্ট ওই বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও যানবাহন। এর মধ্যে থোডপুরায় বন্যার কবলে পড়ে একটি গাড়ি ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়। ওই গাড়ি থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছ।

বৃষ্টির কারণে তলিয়ে গেছে কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো। এর প্রভাবে কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ঘটেছে ভূমিধসের ঘটনা। কেরালার ছয়টি জেলায় রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোট্টায়াম জেলার একটি ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টিতে রাস্তা একেবারে নদীতে পরিণত হয়েছে। রাস্তার ধারে রাখা একটি বাস পানিতে প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে। বাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন যাত্রীরা। আরেকটি ভিডিওতে দেখা যায়, পানিতে ডুবে যাওয়া রাস্তা দিয়ে কয়েকজন মিলে নিমজ্জিত একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে।

ডব্লিউএস/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
X
Fresh