Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

রেললাইনে দাঁড়িয়ে টিকটক বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু
ফাইল ছবি

দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রেললাইনের ধারে ঘুরতে গিয়েছিলেন ধীরাজ (২০) নামে এক যুবক। এ সময় তারা নিজেদের ছবি তুলছিল। ধীরাজ আচমকা বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর চলে যায়। সেখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাতে মগ্ন হয়ে পড়ে সে। সে সময়ই ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ধীরাজের।

ভারতের হুগলির ভদ্রেশ্বর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের তথ্যমতে, শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীর দিনে ধীরাজ স্টেশনের ৩নং রেললাইনে টিকটক বানাতে এতটাই মগ্ন ছিলেন যে, ট্রেন আসার শব্দও পাননি তিনি। এ সময় দ্রুতগতিতে আসা লোকাল ট্রেনটি সজোরে ধীরাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা তার বন্ধুদের কোনো ক্ষতি হয়নি।

পরিবার ও বন্ধুরা বলছেন, ধীরাজ একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে। টিকটক ভিডিও বানিয়ে সে উপার্জনের কথা ভাবছিল। তাই দুঃসাহসিক এক পদক্ষেপ নিতে গিয়ে রেললাইনের ধারে টিকটক বানাতে যায় সে। যদিও রেলওয়ে পুলিশের দাবি, সেলফি তুলতে গিয়েই এ ঘটনা ঘটে।

আরএ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS