• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২১, ১৫:১৩
বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড

বিশ্বের ধনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। ৩৪ শতাংশ বেড়ে বিশ্ববিদ্যালয়টির মোট সম্পদের পরিমাণ এখন ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলার। সম্পদের এই পরিমাণ বিশ্বে সর্বোচ্চ হওয়ায় সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে, হার্ভার্ডের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে প্রাইভেট ও পাবলিক মার্কেটের বিনিয়োগ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা চলতি বছরকে একটি অসাধারণ বছর বলে উল্লেখ করেছেন।

গত বছর বৈশ্বিক করোনা মহামারির কারণে অর্থনৈতিক ধস নেমেছিল। এর মধ্যেও ২০২০ সালের জুনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ৭ দশমিক ৩ শতাংশ মুনাফা করেছিল।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ও হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানির (এইচএমসি) প্রধান নির্বাহী এন পি নারভেকার গণমাধ্যমকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করলে হার্ভার্ডের মুনাফা আরও অনেক বেশি হতো। প্রতি বছর এ ধরনের আয় নাও হতে পারে।’

এ ছাড়া ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আয় ৫৬ শতাংশ বেড়ে এ বছরের জুনে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আয় ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

ডব্লিউএস/এমএন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh