• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইয়েমেনে গাড়িতে বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১০:৩৫
ইয়েমেনে গাড়িতে বোমা হামলায় নিহত ৬
ফাইল ছবি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এডেন শহরে এক গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

দেশটির গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল-সুকাত্রির গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে ওই হামলা থেকে তারা দুজনই বেঁচে গেছেন।

রোববার (১০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল-সুকাত্রি দুজনই সাউদার্ন ট্রান্সজিশনাল কাউন্সিল-এসটিসির নেতা। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের জোটে থাকা এসটিসির সাধারণ সম্পাদক লামলাস। এডেনসহ দেশের দক্ষিণাঞ্চলের বড় অংশ এসটিসির নিয়ন্ত্রণে আছে। দলটি দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।

হামলার পর ভালো আছেন বলে জানিয়েছেন গভর্নর নিজেই। তবে হামলায় তার নিরাপত্তা দলের সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

হামলায় নিহতদের মধ্যে আছেন গভর্নরের প্রেস সেক্রেটারি ও তার ফটোগ্রাফার, তার নিরাপত্তা প্রধান, গভর্নরের আরেক সফরসঙ্গী এবং একজন সাধারণ নাগরিক।

ঘটনার পরপরই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আবদুল মালিক সাইদ।

হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এসটিসির মুখপাত্র আলী আল-কাথিরি এক বিবৃতিতে ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।

উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে ২০১৪ সালে। সৌদিসহ আন্তর্জাতিক গোষ্ঠী স্বীকৃত জাতীয় সরকারের বিপক্ষে দাঁড়ায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহী বাহিনী। তবে এই ট্রান্সন্যাশনাল কাউন্সিলের (এসটিসি) সদস্যরা ইয়েমেন সরকারের পক্ষের।

ডব্লিউএস/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh