• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় ১২০ জনের সলিলসমাধি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২১, ২৩:১৪
কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় ১২০ জনের সলিলসমাধি
কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় ১২০ জনের সলিলসমাধি

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১২০ জন মারা গেছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশের কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৯ অক্টোবর) মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ডুবে যায়। নৌযানটিতে ১৫৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে বর্তমানে ৩৯ জন জীবিত আছেন। বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬৯ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

মাগবাদো আরও বলেন, বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে- ডুবে যাওয়া নৌযানটি ছিল কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত পুরনো নৌযান। বৈরী আবহাওয়া ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই নৌযানটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আফ্রিকার খনিজ ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ কঙ্গোতে নৌদুর্ঘটনা নিয়মিত একটি ব্যাপার। ২০২০ থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত বেশ কয়েকটি নৌদুর্ঘটনা ঘটেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
মীনা বাজার অভিজ্ঞতা ছাড়াই নেবে ১২০ জন
সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন হচ্ছে কঙ্গোয়
X
Fresh