• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জার্মানির নির্বাচন: এগিয়ে বামপন্থি দল এসপিডি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬
জার্মানির নির্বাচন: এগিয়ে বামপন্থি দল এসপিডি
এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ

জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সময় রোববার রাতে প্রকাশিত সর্বশেষ ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে বলে একাধিক সংবাদ সংস্থা জানান।

প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, এসপিডি বিদায়ী চ্যান্সেলর মের্কেলের সিডিইউ থেকে ১.২ শতাংশ ভোটে এগিয়ে আছে ৷

এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ বলেছেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। ভোটের ২৫ দশমিক ৮ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছে তার দল এসপিডি। অন্যদিকে, ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মের্কেলের সিডিইউ ও তার শরীক দল।

এছাড়া, সবুজ দল (১৪.৩ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৫ শতাংশ), বাম দল (৫ শতাংশ) ও অন্যান্য (৮.৫ শতাংশ) ভোট পেয়েছে৷

বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু শুরু থেকেই এই নির্বাচন নিয়ে আগাম কোনো ধারণা পাওয়া যাচ্ছিল না আর এর ফলাফলেই সব কাহিনী শেষ হয়ে যাবে না। ভোট শেষে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোটের শরণ নিতে হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
X
Fresh