• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গণভোটে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিচ্ছে সুইজারল্যান্ড! 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮
গণভোটে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিচ্ছে সুইজারল্যান্ড! 
ছবি বিবিসি থেকে

ধারণা করা হচ্ছে, গণভোটের মাধ্যমে সুইজারল্যান্ডে সমলিঙ্গের মধ্যে বিয়েকে বৈধতা দেওয়া হবে। খবর বিবিসি’র

দেশটির ৬০ শতাংশ ভোটাররা সমলিঙ্গের মধ্যে বিয়েকে সমর্থন করেছে। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিম ইউরোপের সঙ্গে ভারসাম্য বজায় রাখল।

তবে সমলিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টিকে ভালাভাবে নেয়নি দেশটির রক্ষণশীল রাজনৈতিক দলগুলো। তারা এর কঠোর সমালোচনা করে বলছে, এ ধরনের ঐতিহ্য সুইজারল্যাল্ডের পরিবারাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

২০০৭ সালে সুইজার‌ল্যান্ডে ব্যাপক বাধ্য-বাধকতার মাধ্যমে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হয়।

সমলিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা পাওয়ায় এখন থেকে সমলিঙ্গের দম্পতিরা অন্য পরিবারের সন্তানদের দত্তক নিতে পারবেন। এছাড়া সহকামী দম্পতিরা চাইলে তাদের শুক্রানু প্রদান করতে পারবে।

গত ২০ বছরের মধ্যে পশ্চিম ইউরোপের অনেক দেশ সমলিঙ্গের মধ্যে বিয়েকে বৈধতা দিয়েছে। কিন্তু সেখানে সুইজারল্যান্ড ছিল ব্যতিক্রম। তবে এবার সুইজরাও পশ্চিম ইউরোপের দেশগুলোর পথে হাঁটল।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারকাদের গোপনে বিয়ে করানো প্রসঙ্গে যা বললেন তুষার খান
বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া
মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
X
Fresh