• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাজা কমানোর আবেদন করে উল্টো মেয়াদ বাড়ল কারাদণ্ডের!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৭
সাজা কমানোর আবেদন করে উল্টো মেয়াদ বাড়ল কারাদণ্ডের!

আদালতে সাজা কমানোর আবেদন করেছিলেন এক কয়েদি। কিন্তু আদালত উল্টো ওই কয়েদির কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)ফ্রান্সের একটি আদালতে এই ঘটনাটি ঘটেছে।

দণ্ডপ্রাপ্ত ফরাসি নাগরিক টেইলার ভিলাসের (৩১) বিরুদ্ধে সিরিয়ার আইএস জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনে আদালত। খবর আরব নিউজের।

এর আগে তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার কয়েকটি ধারার ব্যাপারে আপত্তি জানিয়ে সাজার মেয়াদ কমানোর জন্য আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালত তার সাজার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আল-মুহাজিরিন (অভিবাসী) ব্রিগেড নামে একটি আইএস সমর্থক সংগঠনের সঙ্গে টেইলার ভিলাসের যুক্ত থাকার অভিযোগ আনা হয়।

কিন্তু তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তার মাকেও 'মামা জিহাদ' নামে আখ্যায়িত করে ২০১৭ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিনবার সিরিয়া সফরের অভিযোগ আনা হয়েছে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
X
Fresh