• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘের চলমান সাধারণ সভায় বক্তব্য দিতে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪
জাতিসংঘের চলমান সাধারণ সভায় বক্তব্য দিতে চায় তালেবান

চলতি সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছে তালেবান।

সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার এক চিঠির মাধ্যমে বক্তব্য দেয়ার ইচ্ছা প্রকাশ করে এই অনুরোধ জানান। জাতিসংঘের একটি কমিটি এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

তালেবান এর মধ্যে দোহা থেকে কাজ করা তালেবান মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে মনোনয়ন দিয়েছে।

আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান জানিয়েছে জাতিসংঘে আফগানিস্তানের পূর্ববর্তী দূত এখন আর দেশটির প্রতিনিধিত্ব করে না।

জাতিসংঘের একজন মুখপাত্রের দেয়া তথ্য অনুযায়ী, তালেবানের জাতিসংঘে শীর্ষ পর্যায়ে আলোচনায় যোগ দিতে চাওয়ার অনুরোধ যাচাই করবে ৯ সদস্যের একটি কমিটি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।

তবে আগামী সোমবার সাধারণ সভা শেষ হওয়ার আগে এই কমিটির বৈঠকে বসার সম্ভাবনা নেই।

কাজেই সে পর্যন্ত জাতিসংঘের নিয়ম অনুযায়ী, আফগানিস্তানের মুখপাত্র হিসেবে বিবেচিত হবেন আশরাফ গনির সরকারের মনোনয়ন দেয়া গুলাম ইসাকজাই।

সাধারণ সম্মেলনের শেষদিন, ২৭শে সেপ্টেম্বর বক্তব্য রাখবেন তিনি।তবে তালেবান বলছে, তার কার্যক্রম 'আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না।’

সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে বিশ্বের অনেক দেশ এখন আর স্বীকৃতি দেয় না বলেও মন্তব্য করেছে তালেবান।

তালেবান যখন আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে অগ্রসর হচ্ছিল, তখন ১৫ই অগাস্ট আকস্মিকভাবে আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নেন।

মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে কাতার বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় যেন তারা তালেবানের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন।

কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, "তাদের বর্জন করার মাধ্যমে শুধুমাত্র মেরুকরণ বাড়বে এবং তার ফলে প্রতিক্রিয়া তৈরি হবে। এর পরিবর্তে আলোচনার চেষ্টা করলে তা ফলপ্রসূ হতে পারে।"

আফগানিস্তানের সাথে আলোচনায় এর আগেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনার আয়োজন করেছিল কাতার, যা আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী প্রত্যাহারের চুক্তিতে বড় ভূমিকা পালন করেছিল।

তালেবান ক্ষমতা দখলের পর আফগান এবং বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরে যেতে সহায়তা করার পাশাপাশি দেশটির অভ্যন্তরে শান্তি আলোচনা আয়োজনেও ভূমিকা রাখে কাতার।

খবর-বিবিসি

এমএন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখ খুলল রাশিয়া
যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে মধ্যপ্রাচ্যকে এখনই ফেরাতে হবে : জাতিসংঘ
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহতের তদন্ত চায় জাতিসংঘ
বাংলাদেশসহ ২৮ দেশের ভোটে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাস
X
Fresh