• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার স্কুলে যেতেও অনুমতি পেল না আফগান মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯
এবার স্কুলে যেতেও অনুমতি পেল না আফগান মেয়েরা
এবার স্কুলে যেতেও অনুমতি পেল না আফগান মেয়েরা

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারে রাখা হয়নি কোনো নারী সদস্যকে। বন্ধ করে দেওয়া হয়েছে নারী-পুরুষের সহশিক্ষা কার্যক্রম। ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে নারী ফুটবল দলটিও। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে নারীদের প্রতি ‘না’বলার এই তালিকায় এবার যুক্ত হয়েছে স্কুলগামী ছাত্রীরাও। খবর: দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জারি করা নতুন এক আদেশে তালেবান জানিয়েছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুধু পুরুষ শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাবেন।
নতুন আদেশে তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত শুধু ছেলেদের জন্য শনিবার থেকে স্কুল খোলা হবে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি আরও জানায়, ওই আদেশে মেয়েদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

যদিও এর আগে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে, তবে তাদের শ্রেণীকক্ষ আলাদা হবে এবং বাধ্যতামূলকভাবে শরীয়াভিত্তিক পোশাক পরতে হবে। কিন্তু এখন স্কুল খোলার আদেশে কেবল ছেলেদেরই স্কুলে যেতে বলেছে ওই গোষ্ঠীটি। সূত্র: দ্য গার্ডিয়ান।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
‘পরিবারের অনুমতি ছাড়াই মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে’
বুয়েটে ছাত্র রাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট
সিন্ডিকেট নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি
X
Fresh