• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মমতাকে সমুদ্রে ডুবে মরতে বললেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০১৭, ০৯:৫৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুব দিয়ে মরে যাওয়া উচিত। শনিবার এমন মন্তব্য করলেন ভারতের হরিয়ানার ক্রীড়া মন্ত্রী তথা বিজেপি নেতা অনিল বিজ।

এরআগে মেদিনীপুরের বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজড়া বলে কটাক্ষ করেছিলেন। সেই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও সমালোচিত হয়েছিল বিজেপি নেতার বক্তব্য। সেই বিষয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, ‘এ মাটিতে জন্মে আমি লজ্জিত।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের জবাবেই এমন মন্তব্য করলেন বিজেপি নেতা অনিল বিজ। হরিয়ানার ক্রীড়া মন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে জন্মে যদি লজ্জিত থাকেন তাহলে তিনি কেন সমুদ্রে ডুব দিচ্ছেন না? কলকাতা থেকে সমুদ্র খুব বেশি দূরে নয়, অবিলম্বে মমতার সমুদ্রে ঝাঁপ দেয়া উচিত। ’

মমতার বিরুদ্ধে অনিলবাবু আরো বলেন, ‘ভারতের সাধারণ মানুষ মমতাকে ক্ষমতায় বসিয়েছে। দু’হাত ভরে তাকে ভালোবাসা এবং সমর্থন দিয়েছে দেশবাসী। এ তার প্রতিদান!” যারা মমতাকে সমর্থন করে এসেছে মমতা তাদেরকেই অপমান করেছে বলে অভিযোগ করলেন মন্ত্রী অনিল।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh