• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫
এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
কিম জং উন, সংগৃহীত

ক্রুজ মিসাইলের পরীক্ষা চালানোর দুই দিনের মধ্যেই এবার নর্থ সিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে আপত্তিকর আখ্যা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, এটি এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

এর আগে গেল সোমবার (১৩ সেপ্টেম্বর) দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো উত্তর কোরিয়া। পরীক্ষা চালানো এসব মিসাইল ১৫শ’ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

ইউএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh