• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরাকের মার্কিন দূতাবাসের কাছে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১
ইরাকের মার্কিন দূতাবাসের কাছে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন দূতাবাসের কাছে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার দুটি ড্রোন হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং বিমানবন্দরেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর এএফপির।

কুর্দি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, ওই বিমানবন্দর জিহাদি বিরোধী জোট বাহিনীর সৈন্যদের ঘাঁটি হিসেবেও পরিচিত।
জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেন, হামলায় বিমানবন্দরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এএফপির এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, তিনি দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উড়তে দেখেছেন ও সাইরেনের শব্দ শুনেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।

এদিকে ইরাকে এসব হামলার জন্য ইরানসমর্থিত বাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন বাহিনী মোতায়েন ছিল। ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ নভেম্বর ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার গতকাল ছিল ২০ বছর। ঠিক ওই দিনেই ইরাকের মার্কিন দূতাবাসের কাছে এ হামলার ঘটনা ঘটে। ৯/১১ এর ওই হামলায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh