• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্ষমা চেয়ে যা বললেন আশরাফ গনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭
ক্ষমা চেয়ে যা বললেন আশরাফ গনি
ফাইল ছবি

দেশকে কঠিন পরিস্থিতির মধ্যে রেখে পালিয়ে যাওয়ার জন্য জাতির কাছে ক্ষমতা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি। খবর আলজাজিরার।

গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ক্ষমা চান দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।

ক্ষমা চেয়ে তিনি বলেন, আফগানদের ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আফগানিস্তানের মানুষের নিরাপত্তা রক্ষা করার জন্য দেশ ছেড়েছিলাম।

গভীর দুঃখের সঙ্গে তিনি আরও বলেন, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত না করেই পূর্বসূরীদের মতো আমার অধ্যায়টি শেষ হয়েছে।

গনি তার সঙ্গে মিলিয়ন ডলার নিয়ে যাওয়ার অভিযোগগুলিকে "স্পষ্টভাবে মিথ্যা" বলে দাবি করেন এবং বলেন তার অর্থ ও সম্পদের বিষয়ে জাতিসংঘের তদন্ত সংস্থাকে সাহায্য করতে তিনি প্রস্তুত।

আশরাফ গনি বর্তমানে রয়েছেন আবু ধাবিতে। গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের দিকে অগ্রসর হয় এবং কাবুল দখল করে নেয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সে সময় দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আশরাফ গনি। ইতোমধ্যে তালেবানরা মোল্লা মোহাম্মদ হাসানকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের নতুন সরকার এবং ধর্মতান্ত্রিক মন্ত্রিসভা ঘোষণা করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh