• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

তালেবান সরকারকে স্বাগত জানালো চীন 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯
তালেবান সরকারকে স্বাগত জানালো চীন 
ফাইল ছবি

আফগানিস্তানে গঠিত তালেবানের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো চীন। নতুন সরকার গঠনের মাধ্যমে আফগানিস্তানে তিন সপ্তাহ ধরে চলা নৈরাজ্যের অবসান হয়েছে বলে মনে করছে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য তালেবানের নতুন সরকারকে আহ্বান জানিয়েছে চীন। খবর আল জাজিরার।

আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে মার্কিন সৈন্য এবং নাগরিকদের সরিয়ে নেয়াকে পূর্বপরিকল্পিত বলে এর কঠোর সমালোচনা করেছে চীন। তালেবান সরকার আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনবে বলে বুধবার আশাবাদ ব্যক্ত করে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে গুরুত্বের সঙ্গে দেখে চীন। এ সরকার আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে কাজ করবে।

যদিও বিশ্বের অধিকাংশ দেশ তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়বে কিনা সেটি নিয়ে সংশয়ে আছে। তবে তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ার পরই চীন তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলার ঘোষণা দিয়েছিল।

জেএইচ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh