• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গিলে ফেললেন আস্ত মোবাইল, এক্সরেতে যা মিলল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৪
গিলে ফেললেন আস্ত মোবাইল, এক্সরেতে যা মিলল
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন গিলে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি (৩৩)। পরে দ্রুত অস্ত্রোপচারের পর ওই ব্যক্তির পেট থেকে মোবাইল ফোনটি বের করা হয়।

কসোভোর প্রিস্টিনা শহরে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। সেখানের ওই বাসিন্দা নোকিয়ার ৩৩১০ মডেলের মোবাইল ফোন গিলে ফেলেছিলেন। ঘটনার পরেই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, পেটের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে সেই ফোন। তারা আশঙ্কা করেন, দ্রুত ফোনের তিন টুকরো বের না করা হলে এর ব্যাটারির এসিড ও যন্ত্রাংশের ক্ষতিকর উপাদান শরীরে মিশে মারাত্মক হুমকিতে ফেলবে। তাছাড়া অপারেশন ছাড়া মোবাইল ফোনের অংশগুলো বের করা সম্ভব নয়। এগুলো হজম হওয়ারও বস্তু নয়।

প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারের পরেই সেগুলো পেট থেকে বের করে ফেসবুকে ছবি পোস্ট করেন চিকিৎসক স্কেনদার তেলজাকু।

কীভাবে আর কী কারণে ওই ব্যক্তি মোবাইল গিলে ফেলেছিলেন, তা বিষয়ে কিছুই জানা যায়নি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
মোবাইল ভেঙে ফেললেন বাবা, ফাঁস নিল মেয়ে
মোবাইল ব্যবহারে দেশে পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
X
Fresh