• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইএস মুক্ত হলো সিরিয়ার তাবকা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০১৭, ১৮:৪৯

সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা তাবকা শহরকে পুরোপুরি আইএসমুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন সমর্থনপুষ্ট বিদ্রোহী গোষ্ঠি-সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)।

একইসঙ্গে শহরটির কাছে গুরুত্বপূর্ণ তাবকা বাঁধও মুক্ত করেছে সিরীয় কুর্দি ও আরব যোদ্ধাদের এ জোট।

এসডিএফ সহযোগী কুর্দিশ যোদ্ধা দল ঘাদাব আল ফুরাতের প্রধান জিহান আলজাজিরাকে জানিয়েছেন, আমাদের যোদ্ধারা তাবকা শহর ও বাঁধ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের পরই আসে এ সফলতা। এতে তাবকা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাকায় অভিযান চালাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে দাবি করেছে তারা।

অভিযানে অংশ নেয়া কুর্দি যোদ্ধাদের অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের ঘোষণার পরদিনই আইএসমুক্ত হলো তাবকা শহর।

আইএস-বিরোধী লড়াইয়ে কুর্দি যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh